Sumon Marriage Media

আমাদের সম্পর্কে

ِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

নিশ্চই সকল প্রশংসা আল্লাহর। আমরা তার কাছে আমাদের অন্তরের অনিষ্ট ও আমাদের কাজের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি। দুরুদ ও সালাম বর্ষিত হোক রাসুল (প্র) এর উপর

বিয়ে: একটি মহান নিয়ামত ও সুন্নাহ

বিয়ে মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত এবং রাসূলুল্লাহ ﷺ-এর গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। কুরআন ও হাদীসে বিয়েকে পবিত্রতার মাধ্যম, দ্বীনের অর্ধেক পূর্ণ করার উপায় এবং আর্থিক ও সামাজিক স্থিতির পথ হিসেবে উল্লেখ করা হয়েছে।

কিন্তু আজকের সমাজে তথাকথিত নারী-পুরুষ সমতার নামে পশ্চিমা অপসংস্কৃতির প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে আমরা আমাদের নৈতিক ভিত্তি হারাচ্ছি। শিক্ষা, চাকরি কিংবা বিয়ের ক্ষেত্রেও ইসলামি আদর্শ থেকে বিচ্যুতি ও পরিপূর্ণ দ্বীনি শিক্ষার অভাবে আমরা এক ভয়াবহ সামাজিক অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এরই ফলশ্রুতিতে বিয়ে কঠিন হয়ে পড়েছে, আর যিনা-ব্যভিচার, পরকীয়া, ধর্ষণ ও আত্মহত্যার মতো পাপ সমাজে বাড়ছে।

অন্যদিকে যারা এই ফিতনার যুগে সুন্নাহ আঁকড়ে ধরতে চান, পরিবার ও সমাজের প্রচলিত ভ্রান্ত রীতিনীতির বিরুদ্ধে সংগ্রাম করছেন—তাদের জন্য দ্বীনদার জীবনসঙ্গী খুঁজে পাওয়াটা হয়ে দাঁড়িয়েছে কঠিন এক চ্যালেঞ্জ।

এই বাস্তবতা থেকেই আমাদের কিছু গুনাহগার বান্দার মাঝে একটি স্বপ্ন জেগে ওঠে—বাংলাদেশি মুসলিমদের জন্য একটি ইসলামি, শারঈ-সম্মত ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়নের ফলস্বরূপ ১ জানুয়ারি ২০২১ সালে “অর্ধেকদ্বীন ডটকম” যাত্রা শুরু করে। আল্লাহর অশেষ রহমতে এ পর্যন্ত শত শত দ্বীনদার মুসলিম পাত্র-পাত্রী এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন—আলহামদুলিল্লাহ।

আমাদের লক্ষ্য হলো, একটি শুদ্ধ ইসলামি বিয়ের পরিবেশ গড়ে তোলা—যেখানে দ্বীনদার জীবনসঙ্গী খোঁজার পথ সহজ হবে, যিনা-ব্যভিচার থেকে রক্ষা পাওয়া যাবে, এবং মোহরানায় সুন্নাহ-সম্মত বিয়েকে উৎসাহ দেওয়া হবে। পাশাপাশি যৌতুকের মতো অভিশপ্ত প্রথার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করাও আমাদের উদ্দেশ্য।

দ্বীনদার পাত্র-পাত্রী খোঁজ আরও সহজ করতে আমাদের রয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা, যার ওপর আমরা নিয়মিত গবেষণা চালিয়ে যাচ্ছি। সকল মুসলিম ভাই-বোনদের কাছে আমাদের এই খেদমত আরও দক্ষভাবে ও দ্রুত পৌঁছে দিতে আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আল্লাহ যেন আমাদের নিয়্যতকে খাঁটি রাখেন, আমাদের এই কাজ কবুল করে নেন এবং এতে বারাকাহ দান করেন। আমিন।

যোগাযোগ তথ্য

সুমন ম্যারেজ মিডিয়া
ঠিকানাঃ  ডা : এ.এফ. সুমন  হোমিও

চেম্বার চৌড়হাস মোড়, কুষ্টিয়া।

যোগাযোগ নাম্বারঃ  +8801822852965

ইমেইলঃ sumonfaruk62@gmail.com

Scroll to Top