সচরাচর জিজ্ঞাসা সমূহ
বায়োডাটা জমা দিতে কত টাকা লাগে?
সুমন ম্যারেজ মিডিয়া তে সম্পূর্ণ বিনামূল্যে বায়োডাটা জমা দেয়া যায়
এই ওয়েবসাইট কি সবার জন্য উন্মুক্ত?
না, এই ওয়েবসাইট সবার জন্য নয়, এই ওয়েবসাইট শুধুমাত্র মুসলিমদের জন্য
সুমন ম্যারেজ মিডিয়া তে বায়োডাটা জমা দিলে আমার তথ্য কতটুকু গোপন থাকবে? কতটুকু প্রকাশিত হবে?
আপনার বায়োডাটা এপ্রুভ হওয়ার পর, আপনার এবং আপনার পিতা-মাতার নাম, মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা গোপন রাখা হবে। সাধারণ ইউজাররা আপনার অন্যান্য তথ্য দেখতে পারবে, তবে আপনার পরিচয় জানতে পারবে না।
যদি কেউ আপনার সঙ্গে বিয়ের বিষয়ে যোগাযোগ করতে আগ্রহী হয়, তাহলে তাকে কানেকশন অপশন ব্যবহার করতে হবে। কানেকশন গ্রহণের পরই আপনার নাম, অভিভাবকের মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা দেখা যাবে এবং সে যোগাযোগ করতে পারবে।
আরও বিস্তারিত জানতে আমাদের [Privacy Policy] পড়ুন
আমার বায়োডাটা এপ্রুভ হয় নি কেন?
বিভিন্ন কারণে বায়োডাটা এপ্রুভ করা হয় না। তার মাঝে কয়েকটি কারণ উল্লেখ করা হলো।
১/ যদি অভিভাবককে না জানিয়ে আমাদের ওয়েবসাইটে বায়োডাটা জমা দেয়া হয়।
২/ অভিভাবকের নাম্বারের ঘরে নিজের নাম্বার লিখে রাখলে।
৩/ বায়োডাটাতে কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে।
৪/ বিশেষ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাবে না দিয়ে অন্য ভাবে দিলে। যেমনঃ অনেকেই শুধু “আলহামদুলিল্লাহ” বা “হুম” ইত্যাদি লিখেন, অথচ এটি দ্বারা হ্যাঁ/না স্পষ্টভাবে বোঝা যায় না।
৫/ ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছু লিখলে
কিছু তথ্য সঠিকভাবে না দেয়ার কারণে আমার বায়োডাটা এপ্রুভ হয় নি, আমি কি আবার বায়োডাটা জমা দিতে পারবো?
হ্যাঁ পারবেন। যে ঘরে ভুল তথ্য দেয়ার জন্য আপনার বায়োডাটা নট এপ্রুভ করা হয়েছে, সেই ঘরে সঠিক তথ্য দিয়ে বায়োডাটা Submit করবেন তাহলে এপ্রুভ করা হবে ইন শা আল্লাহ।
আমার একটি বায়োডাটা পছন্দ হয়েছে, আমি কি সরাসরি সেই পাত্র/পাত্রীর সাথে যোগাযোগ করতে পারবো?
সুমন ম্যারেজ মিডিয়া সরাসরি পাত্র/পাত্রীর মাঝে যোগাযোগ করাকে সমর্থন করে না। শুধুমাত্র পাত্র/পাত্রীর অভিভাবকের সাথেই যোগাযোগ করতে পারবেন।
আমার অভিভাবক আমার বিয়েতে রাজি নয়, আমি কি বায়োডাটা জমা দিতে পারবো?
আমাদের ওয়েবসাইটে বায়োডাটা তৈরি করতে হলে অবশ্যই পাত্র/পাত্রীর অভিভাবকের অনুমতি নিয়ে জমা দিতে হবে। অন্যথায় বায়োডাটা এপ্রুভ করা হয় না।
আমি একজন ছাত্র, আমার এখনো কোনো আয় নেই, আমি কি বায়োডাটা আপলোড করতে পারবো?
হ্যাঁ, পারবেন। তবে অবশ্যই আপনার অভিভাবকের অনুমতি নিয়ে বায়োডাটা তৈরি করতে হবে।
বায়োডাটা জমা দেয়ার পর বিয়ে হয়ে গেলে বা অন্য কারণে বায়োডাটা ডিলিট করতে পারবো?
হ্যাঁ, আপনার যখন ইচ্ছা তখন বায়োডাটা ডিলিট করতে পারবেন।
একজনের বায়োডাটা আরেকজন তৈরি করতে পারবে?
আমাদের বায়োডাটা ফর্মে অনেক ব্যক্তিগত প্রশ্ন রয়েছে, যেগুলোর উত্তর একমাত্র পাত্র/পাত্রী নিজেই ভাল জানেন। অন্য কেউ যদি বায়োডাটা তৈরি করে দেয়, তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর বাহ্যিকভাবে সত্য হলেও কিছু ত্রুটি থেকে যেতে পারে। এজন্য যিনি পাত্র/পাত্রী তাকেই লিখতে হবে, এমন শর্ত আবশ্যক করা হয়েছে।
আমি বাংলাদেশী নই, আমি কি বায়োডাটা জমা দিতে পারবো?
না, আপাতত সুমন ম্যারেজ মিডিয়া শুধুমাত্র বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। অন্য কোনো দেশের নাগরিক সুমন ম্যারেজ মিডিয়া তে সেবা গ্রহণ করতে পারছে না।